পাহাড়ে শিশুদের শিক্ষায় অভিনেত্রী ঊর্মিলা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৮, ১৪:২৩

জাগরণীয়া ডেস্ক

ছোট পর্দায় দারুণ জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর পাহাড়ে শিশুদের একটি স্কুলে​ শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রামু ও নাইক্ষ্যংছড়িতে পাহাড়ী শিশুদের উন্নত মানের শিক্ষা ও অন্যান্য সুযোগ সুবিধা দেয়ার উদ্দেশ্যে একটি স্কুলে কাজ করে আসছে। এই স্কুলে প্রতি মাসে দুই দিন করে ক্লাস নিবেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে অভিনেত্রী ঊর্মিলা বলেন, খুব শিগগির এই স্কুলে প্রতি মাসে দুই দিন করে ক্লাস নিব। এই স্কুলের সঙ্গে যারা জড়িত আছেন তারা আমাকে ক্লাস নেয়ার জন্য অনুরোধ করেছেন।

তিনি আরও বলেন, আমাদের সবার দেশ ও  সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য আছে। আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে এগিয়ে এলে আমাদের দেশ আরও বেশি সুন্দর হবে বলে আমি মনে করি।

ছোট পর্দায়  ‘প্রেম নগর’ , ‘সোনর শিকল’, ‘কাগজের ফুল’, ‘মেঘে ঢাকা শহর’, ‘দি পাবলিক’ শীর্ষক ধারাবাহিক নাটক নিয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত