কে হবেন সেরা বাংলাবিদ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৮, ১৪:৫৩

জাগরণীয়া ডেস্ক

শুদ্ধ উচ্চারণ, বানান চর্চা ও ব্যাকরণের সঠিক ব্যবহার নিয়ে প্রতিযোগিতামূলক আয়োজন ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’।

৫ অক্টোবর (শুক্রবার) ভাষা বিষয়ক রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-দ্বিতীয় সিজনের শেষ আসর।  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর মহোৎসব-এর দ্বিতীয় আসরের ৬ জন প্রতিযোগী থেকে বেছে নেয়া হবে সেরা বাংলাবিদকে।

এবারের আসরের সেরা ৬ জন প্রতিযোগীরা হলেন-কারিন আশরাফ ঈন (ঢাকা), আফিয়া ইবনাত শুচি (রংপুর), সাদিয়া অফরোজ অন্তু (রংপুর), এহসানুল কাদির শান্ত (খুলনা), ধ্রুব মন্ডল (বরিশাল) ও দেবস্মিতা সাহা (চট্টগ্রাম) । এরা সবাই সপ্তম-দশম শ্রেণির শিক্ষার্থী।

সেরা বাংলাবিদকে পুরস্কার হিসেবে দেয়া হবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় স্থান অধিকারী পাবে ৩ লাখ টাকা এবং তৃতীয়স্থান অধিকারী পাবে ২ লাখ টাকা। সেরা বাংলাবিদ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ সেরা ১০ জনের সবাই আরো পাবে ব্যক্তিগত গ্রন্থাগার সাজানোর জন্য বই, আলমারি ও ল্যাপটপ।

বাংলাবিদের অতিথি বিচারকের আসনে থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এবারের প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করছেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কথাশিল্পী আনিসুল হক ও অভিনেত্রী ত্রপা মজুমদার।

ফাইনালের আসর মাতাবেন সঙ্গীত জগতের পুরোধা ব্যক্তিত্ব রুনা লায়লা।

অনুষ্ঠানটি শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত