আসছে ‘হাসিনা- অ্যা ডটারস টেল’ (ট্রেলার)

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৬

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের নানা দিক নিয়ে নির্মিত হয়েছে তথ্যভিত্তিক-চলচ্চিত্র (ডকু-ড্রামা) ‘হাসিনা- অ্যা ডটারস টেল’। 

গত ২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশ হয়েছে। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস’র যৌথ প্রযোজনায় ৭০ মিনিট দৈর্ঘের এ চলচ্চিত্র বানিয়েছেন অ্যাপলবক্স’র প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউর রহমান খান পিপলু।

পাঁচ বছর ধরে দৃশ্যায়ণ ও গবেষণা করে ফুটিয়ে তোলা হয়েছে জাতির জনকের কন্যার জীবন সংগ্রাম, দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, নৈকট্যের গল্পসহ অজানা নানা ঘটনা।
 
নির্মাণ সংশ্লিষ্টরা জানান, এই চলচ্চিত্রে শেখ হাসিনার ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক জীবনের নানা দিক উঠে এসেছে। ব্যক্তি শেখ হাসিনার রান্না ঘর থেকে শুরু করে সরকারপ্রধানের দায়িত্ব পালন করা শেখ হাসিনার কর্মময় জীবনের ইতিবৃত্ত এ চলচ্চিত্র। একই সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার জীবনের কথাও উঠে এসেছে এ চলচ্চিত্রে।

অক্টোবরেই এর প্রিমিয়ার শো করার প্রস্তুতি চলছে। এরপরই মুক্তি পাবে ডকু-ড্রামাটি।