অ্যামি অ্যাওয়ার্ড মঞ্চ মাতিয়েছেন ‘মেইজেল’

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৭

জাগরণীয়া ডেস্ক

বিশ্বখ্যাত সিরিজ ‘গেম অফ থ্রোন্স’ পুরস্কার অর্জনে শীর্ষে অবস্থান করলেও মূলত অ্যামি অ্যাওয়ার্ড মঞ্চ মাতিয়েছেন ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’। 

লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে আসর বসেছিল মার্কিন টেলিভিশনের সর্বোচ্চ সম্মাননা অ্যামি অ্যাওয়ার্ড এর। ৭০ তম অ্যামি অ্যাওয়ার্ড’র আসরে শ্রেষ্ঠ ড্রামা সিরিজের খেতাব পেয়েছে এইচবিও’র বিশ্বখ্যাত সিরিজ ‘গেম অব থ্রোন্স’। ২৬ ক্যাটাগরির মধ্যে ৯টি পুরস্কারও ঘরে তুলেছে‘গেম অব থ্রোন্স’। কিন্তু সবকিছু ছাপিয়ে দৃষ্টি কেড়েছে অ্যামাজনের সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’। শ্রেষ্ঠ কমেডি সিরিজসহ সবচেয়ে বেশি ৫টি অ্যাওয়ার্ড জিতেছে ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’।

নাম চরিত্র মেইজেলের ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন র‌্যাচেল ব্রসনান। সিরিজটির প্রধান চরিত্র মেইজেল এক মার্কিন গৃহিণী যিনি হঠাৎ করেই স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে আবির্ভূত হন। এরপরই ঘটতে থাকে একের এক ঘটনা। 

অনুষ্ঠানের মূলপর্ব উপস্থাপনা করেন কমেডি অভিনেতা মাইকেল চে এবং কলিন জোস্ট।

এক নজরে ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’এর পুরস্কারসমূহ

সেরা কমেডি সিরিজ : দ্য মার্ভেলাস মিসেস মেইজেল
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ) : র‌্যাচেল ব্রসনান (দ্য মার্ভেলাস মিসেস মেইজেল)
সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ) : অ্যালেক্স বোরস্টেইন (দ্য মার্ভেলাস মিসেস মেইজেল)
সেরা পরিচালক (কমেডি সিরিজ):  অ্যামি শারম্যান-প্যালাদিনো (দ্য মার্ভেলাস মিসেস মেইজেল)
সেরা গল্পকার (কমেডি সিরিজ): অ্যামি শারম্যান-প্যালাদিনো (দ্য মার্ভেলাস মিসেস মেইজেল)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত