x

এইমাত্র

  •  শ্বাসকষ্টে মারা গেলেন ভিকারুননিসার শিক্ষিকা তাজিম রহমান
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৪২৩ জন, মৃত ৩৫ জন
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৩ লাখ ৮৮ হাজার ২৪৪ জন
  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ৩১ লাখ ৮১ হাজার ১৩১ জন

ঢাকায় আসছে ‘দ্য নান’

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৫

জাগরণীয়া ডেস্ক

কনজুরিং সিরিজের পঞ্চম ছবি ‘দ্য নান’ ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে।

আগামী ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া ‘দ্য নান’ একই সাথে মুক্তি পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের দর্শকরা ছবিটি একই দিনে দেখতে পাবেন বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে।

ভূত আছে কি নেই তা নিয়ে বিতর্কের শেষ না থাকলেও ভূতের ভয় আছে। আর সেই থেকেই বিশ্বব্যাপী ভৌতিক ছবির এত চাহিদা। দুই বছর আগে মুক্তি পাওয়া ‘দ্য কনজুরিং ২’ ভৌতিক ছবি হিসেবে দারুণ সাড়া ফেলেছিল। লরেনের চোখের সামনে বারবার চলে আসতো যে সন্যাসিনী সেই ভালাককে নিয়েই এবারের ছবি ‘দ্য নান’।

আদিভৌতিক এক রহস্যে মোড়া ‘দ্য নান’, ‘কনজুরিং’ সিরিজের এখনও পর্যন্ত সবচেয়ে ভয়ানক ছবি বলে দাবি নির্মাতাদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত