অভিনেত্রী রীতা ভাদুড়ি আর নেই
প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ১৬:৪৮
ভারতের বড় পর্দা ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রীতা ভাদুড়ি আর নেই। তিনি দীর্ঘদিন যাবত কিডনির সমস্যা ভুগছিলেন। তার ডায়ালাইসিস চলছিল।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
গত ১৬ জুলাই (সোমবার) দিবাগত রাতে মুম্বাইয়ের ভিলে পার্লের সুজয় হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে রীতা ভাদুড়ির শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।
রীতা ভাদুড়ির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান অভিনেতা শিশির শর্মা।
সত্তর, আশি ও নব্বই দশকে দাপিয়ে অভিনয় করা রীতা ভাদুড়ি ৭০টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। ১৯৬৮ সালে ‘তেরি তালাশ মে’ ছবির মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘অনুরোধ’, ‘শাওন কো আনে দো’, ‘গোপাল কৃষ্ণ’, ‘আয়ে মিলন কি রাত’। ১৯৯৫ সালে ‘রাজা’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান।
এছাড়া ছোটপর্দার নিয়মিত মুখ রীতা ভাদুড়ি ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘ছোটি বহু’, ‘কুমকুম’, ‘খিচড়ি’সহ বিভিন্ন জনপ্রিয় মেগা সিরিয়ালে অভিনয় করেছেন । তার মৃত্যুতে অভিনয়জগতে শোকের ছায়া নেমে এসেছে।