বিজয়ীদের চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৮ জুলাই ২০১৮, ২১:৩৩

জাগরণীয়া ডেস্ক

দেশের চলচ্চিত্র শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬’ এর বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৮ জুলাই (রবিবার) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ২৫টি বিভাগে ৩১ জন বিজয়ীর হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, আমাদের চলচ্চিত্র ভালো হচ্ছে। আরও ভালো মানের চলচ্চিত্র নির্মাণ করতে হবে। আরও আধুনিক প্রযুক্তির ব্যবহার করার আহবান জানান তিনি। শিল্পের দিক থেকেও আরো মনযোগি হওয়ার আহবান জানান তিনি।

এবার যুগ্ম-ভাবে আজীবন সম্মাননা গ্রহণ করেছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক ও চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। দু’জনেই উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ কে এম রহমতুল্লাহ, তথ্য সচিব আবদুল মালেকসহ সরকারের সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত