কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

প্রকাশ | ২৪ জুন ২০১৮, ১৯:৫৭

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে দ্বিতীয়বারের মত কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। 

আগামী ২৫ জুন (সোমবার) ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার উদ্যোগে কলকাতার নন্দনে চার দিনব্যাপী বাংলাদশ চলচ্চিত্র উৎসব বসবে।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া-এর সাবেক সাধারণ সম্পাদক ও এবারের উৎসব আয়োজক প্রেমেন্দ্র মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ২৫ জুন বিকাল ৪ টায় আকা রেজা গালিব পরিচালিত ছবি ‘কালের পুতুল’ দিয়ে উৎসবের পর্দা উঠবে। একই দিনে সন্ধ্যা ৭টায় দেখানো হবে তৌকীর আহমেদ পরিচালিত সাড়া জাগানো ছবি ‘অজ্ঞাতনামা’।  ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে।

উৎসবের দ্বিতীয় দিনে বিকাল ৪টা ও ৬টায় দেখানো হবে যথাক্রমে আকরাম খান পরিচালিত ও জয়া আহসান অভিনীত ইমপ্রেসের আলোচিত চলচ্চিত্র ‘খাঁচা’ এবং আবু সায়ীদের ছবি ‘ড্রেসিং টেবিল’।

তৃতীয় দিনে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ দেখানো হবে বিকাল ৪টায় এবং ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত  ‘টুবি কন্টিনিউড’ নামের ছবিটি দেখানো হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

উৎসবের শেষ দিন বৃহস্পতিবার দেখানো হবে অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতা বানু’। এরপর সন্ধ্যা ৬টায় অনিমেষ আইচ পরিচালিত বহুল আলোচিত ছবি ‘ভয়ংকর সুন্দর’।