কান চলচ্চিত্র উৎসবে শ্রীদেবীকে স্মরণ
প্রকাশ | ১৪ মে ২০১৮, ১৫:৫২
কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে বলিউডের প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীকে স্মরণ করা হবে।
ভারতীয় গণোমাধ্যম জানায়, আগামি ১৬ মে সন্ধ্যায় লা ম্যাজেস্টিক বিচে আয়োজন করা হবে টাইটান রেগিনাল্ড এফ. লুইস ফিল্ম অনার্স শীর্ষক অনুষ্ঠানের। যেখানে চলতি বছরে বিশ্বব্যাপী প্রয়াত তারকাদের সঙ্গে স্মরণ করা হবে ‘চাঁদনী’ খ্যাত এই বলিউড তারকা শ্রীদেবীকে। শ্রীদেবীর স্মরণে তার স্মৃতিচিহ্ন ও সেরা কাজগুলোর ফুটেজ দিয়ে অনুষ্ঠানটিকে সাজানো হবে।
শ্রীদেবী স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর ও তার দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি দুবাইতে ‘দুর্ঘটনাবশত’ বাথটাবে পড়ে আকস্মিক মৃত্যু ঘটে বিভিন্ন ভাষায় প্রায় ৩০০ চলচ্চিত্রে অভিনয় করা তারকা অভিনেত্রী শ্রীদেবী। মৃত্যু কালে তার বয়স ছিল ৫৪।