৪০০ মিটার দৈর্ঘ্যের লেহেঙ্গা শাড়িতে জয়া

প্রকাশ | ১৪ মে ২০১৮, ১৫:৪১

অনলাইন ডেস্ক

৪০০ মিটার দৈর্ঘ্যের লেহেঙ্গা শাড়িতে দেখা গেছে বাংলাদেশ ও ভারতের বাংলা ছবির জনপ্রিয় তারকা ও গুণী অভিনেত্রী জয়া আহসানকে।

গত ১৩ মে (রবিবার) রাজধানীতে ৪০০ মিটার দৈর্ঘ্যের এক সেলাইয়ের লেহেঙ্গা শাড়িতে হাজির হন জয়া। মূলত গিনেস বুকে রেকর্ডের জন্যই এই শাড়ি প্রস্তুত করা হয়েছে বলে প্রস্তুতকারকরা জানিয়েছেন।

এ প্রসঙ্গে জয়া বলেন, মূলত গিনেস বুকে স্থান পাওয়ার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। শাড়িটির মূল বিষয় হচ্ছে, এই দীর্ঘ শাড়িতে কোন জোড়া দেয়া হয়নি। পুরোটাই এক সেলাইয়ে তৈরি করা হয়েছে। আর প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ শাড়িটি প্রথম প্রদর্শনের জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এটা আমার জন্য খুবই গর্বের। আশা করছি, শাড়িটি রেকর্ড গড়তে পারবে।

তিনি আরও জানান, পুরো শাড়ি পরা মোটেও সম্ভব না। আমার পেছনে ২০ জন মডেল শাড়ির বাড়তি অংশ বহন করেছেন।

দেবী সিনেমার বিষয়ে জয়া বলেন, বর্তমানে আমার অন্যতম মনোযোগ ‘দেবী’কে ঘিরে। ঈদে খুব একটা অনুষ্ঠানে অংশ নেওয়া হচ্ছেনা। ‘দেবী’র পোস্ট প্রোডাকশনে ব্যস্ত থাকব। হুমায়ুন আহমেদ এর বহুল পঠিত এই উপন্যাস নিয়ে যেহেতু কাজ করছি। চাইছি এর প্রতি যাতে জাস্টিস হয়। তাই পোস্ট প্রোডাকশনে জোর দিয়েছি। এ বছরই কোন একসময় মুক্তি পাবে ‘দেবী’।