৫ নারীর জীবন নিয়ে চলচ্চিত্র ‘ক্রিসক্রস’
প্রকাশ | ৩০ মার্চ ২০১৮, ২১:১৮
কলকাতার বুকে বৈষম্যের শিকার ৫ নারীকে নিয়ে গড়ে উঠেছে সিনেমা ‘ক্রিসক্রস’। আর এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
এ প্রসঙ্গে জয়া বলেন, ছবিটিতে আমার কাজ করার কথা ছিল না। হুট করেই জড়িয়ে গেলাম। ছবিটিতে একই শহরের ৫ নারীর ৫ ধরণের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। একজন সফল নারীর চরিত্রে অভিনয় করেছি আমি।
ছবিটির অন্যান্য ৪ চরিত্রে দেখা যাবে নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, সোহিনি সরকার এবং প্রিয়াঙ্কা সরকারকে। শ্রী ভেঙ্কটেশ চলচ্চিত্রের ব্যানারে গত ২০ মার্চ থেকে শ্যুটিং শুরু হলেও গত ২৭ মার্চ থেকে শ্যুটিং এ যোগ দিয়েছেন জয়া। ছবিটি পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। সঙ্গীত পরিচালনা করছেন বলিউডের প্রীতম।
জানা গেছে, ২১ মার্চ থেকে টানা ‘কন্ঠ’ সিনেমার শ্যুটিং করেছেন জয়া। শিবপ্রসাদ আর নন্দিতা রায়ের এই চলচ্চিত্রে একজন থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করেছেন জয়া। এর আগে বাংলাদেশে এসে টানা শ্যুটিং করে শেষ করে গেছে ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের কাজ।