অস্কারে সাড়া ফেলেছে ‘অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান’
প্রকাশ | ০৫ মার্চ ২০১৮, ২১:০১
অনলাইন ডেস্ক
আর্জেন্টাইন নির্মাতা সেবাস্তিয়ান লেলিও পরিচালিত চিলি থেকে মুক্তিপ্রাপ্ত ‘অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯০তম আসরে বিদেশী ভাষার ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ২০১৭ সালে ছবিটি বার্লিন উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করে।
নাইটক্লাবের গায়িকা মেরিনা নামের এক ট্রান্সজেন্ডার নারীর জীবনের নানা উত্থান পতন নিয়ে গড়ে উঠেছে এ সিনেমাটি।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘দ্য স্কয়ার’ (সুইডেন), ‘লাভলেস’ (রাশিয়া), ‘দ্য ইনসাল্ট’ (লেবানন) ও ‘অন বডি অ্যান্ড সৌল’ (হাঙ্গেরি)।