সিরিয়ার শিশুদের জন্য অপুর ভিডিওবার্তা
প্রকাশ | ০৪ মার্চ ২০১৮, ১৭:৩৪ | আপডেট: ০৪ মার্চ ২০১৮, ১৭:৫৫
সিরিয়ায় চলমান সংঘাত ও বিমান হামলায় শিশুসহ অসংখ্য মানুষের প্রাণ হারানোর ঘটনায় একটি ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
৩ মার্চ (শনিবার) নিজ অফিসিয়াল ফেসবুক পেজে ‘আমরা সব অশান্তির নিরসন চাই/ আমরা সবসময় মানবতার গান গাই’ শিরোনামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন অপু। সেখানে তিনি সিরিয়ার নির্যাতিত শিশুদের ‘সত্যিকারের যোদ্ধা’ আখ্যায়িত করে বলেন, এই ভিডিওটি সিরিয়ায় বসবাসরত শিশুদের উদ্দেশে। আমরা জানি যে, তোমরা অনেক নির্যাতিত হচ্ছো। আমি একজন মা। একজন চলচ্চিত্রশিল্পী। জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছি অবিরাম। আমার মতে, তোমরাই সত্যিকারের যোদ্ধা। আশা হারিও না। পুরো বিশ্ব তোমাদের সাথে আছে। আমরাও তোমাদের সাথে আছি। আমিও তোমাদের সাথে আছি।
ভিডিওটিতে ‘SaveSyria’ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, সিরিয়ার ঘৌতা শহরে ইসলামিক স্টেট দমনের নামে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে সিরিয়া ও রাশিয়ার যৌথ বিমান বাহিনী। এতে ১৩ দিনে ৬৭৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ২০০ শিশু রয়েছে।