চলে গেলেন কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৫৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:২০
চলে গেলেন বলিউডের ৯০ এর দশকের কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী (৫৪)। ২৪ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১১ টা থেকে ১১.৩০ মিনিটের মধ্যে আরব আমিরাতে আকস্মিক মৃত্যু ঘটে কালজয়ী এই অভিনেত্রীর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিনেতা সঞ্জয় কাপুর ভারতীয় গণমাধ্যমকে জানান, এটি সত্য যে শ্রীদেবী আর নেই। হঠাৎ করেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না। আমি মাত্র দুবাই থেকে ফিরেছি এবং আবার দুবাইয়ে ফিরছি।
ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সপরিবারে আরব আমিরাতে অবস্থান করছিলেন শ্রীদেবী। সেখানেই আকস্মিক মৃত্যু ঘটে এই বলিউড তারকার। মৃত্যুর সময় তার পাশে স্বামী বনি কাপুর ও মেয়ে খুশী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয়ে নাম লেখানো শ্রীদেবী তেলেগু, তামিল, মালায়ালাম এবং কানাড়া ছবিতে অভিনয় করে নিজের ক্যারিয়ার শুরু করেন। বর্ণিল এই অভিনয় জীবনে যুক্ত হয় মি.ইণ্ডিয়া, নাগিন, চাঁদনী, লামহেসহ অসংখ্য বক্সঅফিস কাঁপানো চলচ্চিত্র।
নিখুঁত সৌন্দর্য, অমলিন হাসি আর সাবলীল অভিনয় দিয়ে জয় করেছেন অসংখ্য ভক্তহৃদয়। যৌবনের নায়িকা দীর্ঘ বিরতি দিয়ে সিনেমা পর্দায় নিজের দাপটে সেকেণ্ড ইনিংস শুরু করেন ‘ইংলিশ ভিংলিশ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। সেই ইনিংসের সেকেণ্ড পালক যুক্ত হয় ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মম’ ছবির মধ্য দিয়ে। ২০১৩ সালে ভারতে অন্যতম সম্মানজনক মর্যাদা ‘পদ্মশ্রী’ পদকে ভূষিত হন তিনি। তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।