ইউলিয়ার জন্মদিনে সালমানের পার্টি!

প্রকাশ | ২৪ জুলাই ২০১৬, ১৩:৪০

অনলাইন ডেস্ক

নিজের ৩৬তম জন্মদিন পালন করতে যাচ্ছেন রোমান টিভি ব্যক্তিত্ব ইউলিয়া ভাঞ্চুর। আর এই উপলক্ষে সালমান খান বিশেষ একটা পরিকল্পনা করেছেন।

ইউলিয়ার সঙ্গে প্রেমের বিষয়ে বরাবরাই মুখ কুলুপ এঁটে আছেন সালমান খান। যদিও অনেকেই বলছেন প্রেমিকা ইউলিয়ার ব্যাপারে খুবই সচেতন।

রবিবার রাতে ইউলিয়ার জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছেন সালমান খান। যেহেতু ইউলিয়া ব্যাপারে বাইরে কিছুই প্রকাশ করেন না বলিউড অভিনেতা, তাই পরিবারের সদস্য ও খুব কাছের কিছু বন্ধু এই পার্টিতে থাকবেন। 

চলতি বছর বিভিন্ন অনুষ্ঠানে সালমানের সঙ্গে ইউলিয়াকে দেখতে পাওয়া যাওয়ায় তাদের প্রেমের বিষয়টি বেশ আলোচনয়া আসে। নভেম্বরের ১৫ তারিখ সালমান বিয়ে করতে যাচ্ছেন এমন খবরে তাদের প্রেমের গুঞ্জন আরো বেশি করে প্রকাশ পায়। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া