নারীর জীবন নিয়ে নির্মিত ‘বিভাজন’ সিনেমায় চমকতারা
প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৯
বিধবা এক নারী, আর তার জীবনের নানা বাঁক নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিভাজন’। মূল ভূমিকায় সদ্য বিধবা এক নারী রোমানার চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার পরিচিত মুখ চমকতারা।
চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হুমায়ুন রশীদ সম্রাট, মূল গল্প হরিপদ দত্তের। নির্বাহি প্রযোজক হিসেবে রয়েছেন আহম্মেদ সাব্বির। টার্টল ফিল্মস বাংলাদেশের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রটি শীঘ্রই ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রকাশ হবে। চমকতারা ছাড়াও থাকছেন মরু ভাস্কর, রোমিও, হুসনে মোবারক রুমি, রেজাউল ইসলাম সহ বিভিন্ন থিয়েটারের অভিনয় শিল্পী।
কাহিনীর সংক্ষেপে জানা যায়, সদ্য স্বামীহারা রোমানা স্বামীর মরদেহ নিয়ে যাচ্ছেন। স্বামী শ্বশুড়ের শেষ ইচ্ছা দেবরকে বিয়ে করা। অথচ তার কী ইচ্ছা কেউ জানতে চায়নি। পথিমধ্যে ডাকাতের কবলে সর্বস্ব হারায় রোমানা। ভাবে, কোথায় যেন স্বামী-দেবর-আর এই ডাকাতের মধ্যে কোন পার্থক্য নেই। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্দৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিভাজন’।