সেন্সরে ছাড়পত্র পেয়েছে ‘নূরজাহান’
প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৭ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৫
সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে নতুন নীতিমালায় যৌথ প্রযোজনার প্রথম চলচ্চিত্র ‘নূরজাহান’।
সেন্সর বোর্ডের সদস্য নাসিরউদ্দিন দিলু জানান, ছবিটিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামি ১১ ফেব্রুয়ারি (রবিবার) ‘নূরজাহান’ চলচ্চিত্রের প্রযোজকের হাতে সেন্সর ছাড়পত্র তুলে দেয়া হবে।
চলচ্চিত্রটি প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন জানান, অন্যরকম এক গল্প নিয়ে প্রেমের ছবি ‘নূরজাহান’। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আগামি ১৬ ফেব্রুয়ারি দেশের শতাধিক হলে মুক্তি দেয়া হবে ‘নূরজাহান’।
কলকাতার নবাগত নায়ক আদ্রিত আর নায়িকা হিসেবে ‘নূরজাহান’ চরিত্রে প্রথমবারের অভিষিক্ত পূজা চেরি থাকছেন চলচ্চিত্রের মূল ভূমিকায়।