মুক্তি পেয়েছে ‘ভালো থেকো’
প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৪ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫২
৯ ফেব্রুয়ারি (শুক্রবার) দেশের ৮৫ টি হলে একযোগে মুক্তি পেলো ‘ভালো থেকো’। ঢাকার যেসব প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে সেগুলো হলো- স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, শ্যামলী, সনি, মধুমিতা, সেনা, বিজিবি, গীত, চিত্রামহল, মুক্তি, জোনাকি, আনন্দ। মূল ভূমিকায় রয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ, বিপরীতে থাকছে তানহা তাসনিয়া।
এ প্রসঙ্গে পরিচালক জাকির হোসেন রাজু বলেন, মৌলিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভালো থেকো’। ছবিটি নিয়ে আমি আশাবাদী। আশা করি দর্শকদের মন জয় করবে ‘ভালো থেকো’।
গত ১৩ জানুয়ারি ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। যদিও চলচ্চিত্রের গানের শ্যুটিং নিয়ে বিবাদে জড়ান পরিচালক এবং প্রযোজক। আর এই টানাপোড়েনেই পিছিয়ে যায় সেন্সর বোর্ডে চলচ্চত্রটির জমা দেয়ার কাজ।
ছবিতে আরো অভিনয় করেছেন আসিফ ইমরোজ, তানিন সুবহা, কাজী হায়াৎ, আমজাদ হোসেন,রেবেকা, জ্যাকি আলমগীর প্রমুখ।