শুটিংয়ে ফিরছে ‘বিউটি সার্কাস’

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪৯

অনলাইন ডেস্ক

অর্থ সংকটসহ নানা প্রতিবন্ধকতায় আটকে যাওয়া ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের শ্যুটিং আবারও শুরু হতে যাচ্ছে। ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি চলচ্চিত্রটির কাজ শুরু হলেও অর্থ সংকটে বন্ধ হয়ে যায় সিনেমার বাকি কাজ। আগামি ২২ ফেব্রুয়ারি থেকে মানিকগঞ্জে শুরু হতে যাচ্ছে চলচ্চিত্রটির দৃশ্যায়ন। 

এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা মাহমুদ দিদার জানান, ভাল চলচ্চিত্রের জন্য অর্থ সংকট এদেশে নতুন কিছু নয়। করপোরেট চলচ্চিত্রের আড়ালে ধামা পড়ে যায় সরকারি অনুদানের চলচ্চিত্রগুলো। আর্থিক প্রতিবন্ধকতার কারণে এক বছর হয়ে গেলেও আলোর মুখ দেখেনি ‘বিউটি সার্কাস’। আশা করি এ বছরই মুক্তি পাবে ‘বিউটি সার্কাস’। ইতিমধ্যে চলচ্চিত্রটির ৪০ শতাংশ কাজ শেষ রয়েছে। বাকি ৬০ শতাংশের কাজ এই বছরের মধ্যেই শেষ হবে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান ‘বিউটি সার্কাস’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন, বিপরীতে রয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা এবিএম সুমন। অন্যান্য চরিত্রে রয়েছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, গাজী রাকায়েত প্রমুখ।

২২ ফেব্রুয়ারি থেকে দৃশ্যায়নের কাজ শুরু হলেও ২৫ ফেব্রুয়ারি থেকে শ্যুটিং এ যোগ দিবেন জয়া আহসান ও এবিএম সুমন। একটানা ১৫ মার্চ পর্যন্ত কাজ চলবে।