মুক্তি পেল ‘হেট স্টোরি ৪’-এর ট্রেলার
প্রকাশ | ২৮ জানুয়ারি ২০১৮, ১৬:৩৪
‘দিস ইজ নট আ লাভ স্টোরি, ইট ইজ আ হেট স্টোরি’- এমনই বক্তব্য নিয়ে প্রকাশ্যে এলো ‘হেট স্টোরি ৪’-এর অফিসিয়াল ট্রেলার। ইরোটিক থ্রিলার হেট স্টোরির চতুর্থ কিস্তি ‘হেট স্টোরি ৪’ নিয়ে আসছেন উর্বশী রৌতেলা। বিশাল পান্ডের পরিচালনায় এতে আরো আছেন টিভি তারকা করণ ওয়াহি আর ভিভান ভাথেনা। এই তিন চরিত্রের মধ্যে সৃষ্ট বাষ্পীয় যৌনতা ছবিটির দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়বে বলে মনে করছেন সমালোচকরা।
প্রেম, যৌনতা আর শিহরণের অবিশ্বাস্য মিশেল হেট স্টোরি। যাঁরা হেট স্টোরির নিয়মিত দর্শক তাদের জন্য এই সিক্যুয়েলটি আরো উত্তেজক হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আগের পর্বগুলোর মতো এই পর্বও দর্শকদের চাহিদা মেটাতে সক্ষম হবে বলে জানিয়েছে পরিচালকসূত্র। এবারও মাত করবেন উর্বশী। বক্স অফিস হিটের সাথে সাথে ছবিটিতে উর্বশী সবার নজর কাড়বে বলে আশা করা হচ্ছে। ৯ মার্চ প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। ২৬ জানুয়ারি মুক্তি পেয়েছে ছবিটির অফিসিয়াল ট্রেলার।
সূত্র: ডেকন ক্রনিকল