শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পুত্র’

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০১৮, ১৮:১৫

অনলাইন ডেস্ক

৫ জানুয়ারি (শুক্রবার) দেশের শতাধিক প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি দেয়া হয়েছে জয়া আহসান অভিনীত বিশেষ ছবি ‘পুত্র’। অটিস্টিক বা বিশেষ শিশুদের নিয়ে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনা এবং ইমপ্রেস টেলিফিল্মের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ‘পুত্র’ সিনেমাটি ।

একটি অটিস্টিক শিশুর জীবন-যাপন, বেড়ে উঠা আর তাকে কেন্দ্র করে আশেপাশের মানুষের ভাবনাগুলোকে নিয়েই নির্মাণ করা হয়েছে এই চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রে জয়াকে দেখা যাবে শিশুটির স্কুল শিক্ষিকার চরিত্রে। আর শিশুটির বাবার চরিত্রে আছেন ফেরদৌস। বিশেষ শিশুটির চরিত্রে অভিনয় করেছেন লাজিম।

অন্যান্যদের মধ্যে আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, ডলি জহুর, শামস ‍সুমন প্রমুখ। ছবিটি পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া। ছবিটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু।