টরন্টোতে মুক্তি পেলো ‘হালদা’
প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৭, ০০:৪৩
অনলাইন ডেস্ক
৮ ডিসেম্বর (শুক্রবার) কানাডার টরন্টো ও মিসেসাগাতে মুক্তি পেয়েছে ‘হালদা’। বাকি তিনটি শহর এডমন্টন, ক্যালগেরি এবং উইনিপেগে ছবিটি মুক্তি পাবে আগামী ১৯ জানুয়ারি।
শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ৫টি শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘হালদা’।
এবারই প্রথমবারের মতো এডমন্টনে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র। আজাদ বুলবুলের কাহিনীতে চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ।
মুক্তির পর সিনেমাপ্রেমীরা দারুণভাবে গ্রহণ করেছে ছবিটি। এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর আশেপাশের মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হালদা’ ছবিটি।
গত ১ ডিসেম্বর (শুক্রবার) দেশব্যাপী ছবিটি মুক্তি পেয়েছে।