নৃত্যগুরু রাহিজা খানম ঝুনু আর নেই
প্রকাশ | ২৬ নভেম্বর ২০১৭, ১৭:১৮
একে একে চলে যাচ্ছেন শিল্প-সংস্কৃতির পুরোধা ব্যক্তিরা। সেই ধারাবাহিকতায় সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নৃত্যগুরু রাহিজা খানম ঝুনু।
২৬ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে সাতটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন ধরেই গুণী এই নৃত্যশিল্পী ফুসফুস ও হৃদরোগে ভুগছিলেন। গত ১২ নভেম্বর রাতে অসুস্থ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইডে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়, সেখানে রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন রাহিজা খানম ঝুনু।
১৯৪৩ সালে জন্ম নেয়া রাহিজা খানম ঝুনু দেশের নৃত্য ক্ষেত্রে অবদান রেখে গেছেন সারাজীবন ধরে।
রাহিজা খানম ঝুনু সারাজীবন কাটিয়ে দিয়েছেন নাচ নিয়ে এবং নাচকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করা নিয়ে। দেশ বিদেশে অনেক সফল নাচের অনুষ্ঠান করে সমাদৃত হয়েছেন। বুলবুল ললিতকলা একাডেমি বাফার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। নৃত্যে বিশেষ অবদানের জন্য ১৯৯০ সালে তিনি একুশে পদকে ভূষিত হয়েছেন।