‘অভিনয় করতে গেলে লজ্জাহীন হতে হয়’
প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৭, ০০:২৬ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৭, ১৫:২৭
বলিউড ডিভা বিদ্যা বালান মনে করেন, যে কোনো অভিনেতার কাছেই লজ্জাহীন হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
সম্প্রতি নোদিয়ায় একটি অনুষ্ঠানে নায়িকা এ মন্তব্য করেন। বিদ্যার ভাষায়, অভিনয় করতে গেলে অবশ্যই লজ্জাহীন হতে হবে। তাছাড়া নির্ভীক ও বিন্দাসও হওয়া দরকার।
বলিউডে যারা আসতে চান তাদের উদ্দেশে বিদ্যা বলেন, সফলতা কেউ এনে দেবে না। নিজের রাস্তা নিজেকেই খুঁজে বের করতে হবে। এবং যে কোনো ক্ষেত্রে সফলতার সবচেয়ে বড় গুণ হল নিজের আত্মবিশ্বাস।
বিদ্যা বালান বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘তুমহারি সুলু’র প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ১৭ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিভানি।
সিনেমা সম্পর্কে বিদ্যা বলেন, মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে এ সিনেমা তৈরি। সুলু একজন খুবই উদ্যমী নারী। যে সব কিছুই করতে চায়। সিনেমা দেখার পর মানুষ হাসিমুখে হল ছাড়বে। সিনেমার কালেকশন নিয়ে মোটেও চিন্তা করছেন না তিনি।