মিস ওয়ার্ল্ডের ফাইনালে জেসিয়া

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৭, ১৯:২৩

অনলাইন ডেস্ক

চীনে অনুষ্ঠিত হচ্ছে ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার ফাইনালের মঞ্চে বাংলাদেশের জেসিয়া ইসলামকেও দেখা যাবে। কারণ প্রতিযোগিতার সেরা ৪০ জনের মধ্যে তিনিও যে একজন।

আর এ সুখবর জেসিয়া ১২ নভেম্বর (রবিবার) সকালে তার ফেসবুক পেজে স্ট্যাটাস লিখে জানিয়েছেন।

জেসিয়া লিখেছেন, সর্বশক্তিমান আল্লাহর করুণা এবং আমার প্রিয় বন্ধু-বান্ধব, পরিবার ও দেশের সবার দোয়ায় মিস ওয়ার্ল্ড ২০১৭-এর প্রতিযোগিতায় আমি সেরা ৪০-এ নির্বাচিত হয়েছি এবং হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে জয়ী হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিশ্বের ১২০ জন প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৪০ জনকে নির্বাচন করা হয়। তারা প্রত্যেকে প্রতিযোগিতার ফাইনালের জন্য লড়বেন। এখন দেখা যাক, বাংলাদেশের জেসিয়া ইসলাম আরও কতদূর এগিয়ে যেতে পারেন।’

আসছে ১৮ নভেম্বর চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের ফাইনাল অনুষ্ঠান। অনুষ্ঠানে নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। আড়াই ঘণ্টার অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করবেন মেগান ইয়ং, টিম ভিনসেন্ট ও স্টিভ ডগলাস।