শুটিং করতে গিয়ে আহত হলেন সোনাক্ষী!
প্রকাশ | ১৫ জুলাই ২০১৬, ১৫:১৭
অনলাইন ডেস্ক
শুটিং করতে গিয়ে আহত হলেন সোনাক্ষী সিনহা। স্ট্যান্ট দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার বাহুতে চোট লাগে। এই খবর নিজেই প্রচার করছেন ইনস্টাগ্রামে।
সোনাক্ষী জানিয়েছে, হাতের লাল নকশা কোনও ট্যাটু নয়, এটা ‘আকিরা’ ছবির শুটিংয়ে লাগা আঘাতের চিহ্ন। ছবিতে পরিষ্কার, ‘আকিরা’-র জন্য নিজেকে কতটা বদলে ফেলেছেন সোনাক্ষী।