‘আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলচ্চিত্র নির্মাণে সহায়তা করা হবে’
প্রকাশ | ২৪ জুলাই ২০১৭, ১৯:২৫
অনলাইন ডেস্ক
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলচ্চিত্র নির্মাণে সহায়তা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ জুলাই (সোমবার) বিকেলে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ প্রদান অনুষ্ঠানে এই কথা জানান তিনি।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতউল্লা ও তথ্যসচিব মরতুজা আহমদ প্রমুখ।
উল্লেখ্য, তথ্য মন্ত্রণালয় গত ১৯ মে ২০১৫ সালের চলচ্চিত্র শিল্পে ২৫টি ক্যাটাগরিতে অসামান্য অবদান রাখার জন্য ৩১ জনের নাম ঘোষণা করে।