নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের আলামত মিলেছে
প্রকাশ | ২৮ জুলাই ২০১৭, ১৮:১২
ধর্ষণের দায়ে অভিযুক্ত শিক্ষক মিনহাজ উদ্দিন
ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মেডিকেল ফরেনসিক রিপোর্টে অভিযোগের পক্ষে আলামত মিলেছে। ঘটনার প্রায় তিন মাস পর আলামত পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। একই বিভাগের শিক্ষক মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে ওই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে।
ওই শিক্ষার্থী ফরেনসিক রিপোর্ট ২৭ জুলাই (বৃহস্পতিবার) বিকালে ত্রিশাল থানায় পাঠানো হয়।
এ বিষয়ে ত্রিশাল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ বলেন, মেডিকেল ফরেনসিক রিপোর্টে ধর্ষণের আলামত মিলেছে বলে জানানো হয়েছে। মেডিকেল রিপোর্টে ‘হেবিচুয়াল সিনড্রম’ অর্থাৎ ওই শিক্ষার্থী একাধিকবার ধর্ষণের শিকার হওয়ার আলামত পাওয়া গেছে। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ায় দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী গোলাম মোখলেছুর রহমান জানান, ফরেনসিক রিপোর্ট ত্রিশাল থানায় পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৩ মে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একই বিভাগের শিক্ষক মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। পরের দিন ৪ মে ত্রিশাল থানায় ধর্ষণের অভিযোগে মিনহাজ উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পর ৭ মে ময়মনসিংহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে ওই শিক্ষার্থীর পরীক্ষা করানো হয়। একই দিনে পুলিশ আসামি মিনহাজ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক মিনহাজ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে।