ইবতেদায়িতে পাসের হার ৯৫.৮৫ শতাংশ
প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০১৬, ২০:০৭
অনলাইন ডেস্ক
ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ। পরীক্ষায় অংশ গ্রহণকারীদের মধ্যে ছাত্রদের সংখ্যা বেশি ছিলো। তবে গড়ে পাস দিকে থেকে মেয়েরো এগিয়ে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পর এ ফল প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভন গণভবন থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ফল ঘোষণা করেন।
ছাত্রদের পাসের হার ৯৫ দশমিক ৬৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৯৬ দশমিক ৮ শতাংশ। জিপিএ পেয়েছে পাঁচ হাজার নয়শ’ ৪৮ জন।
ইবতেদায়ি সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ। এদের মধ্যে এক লাখ ২৫ হাজার একশ’৬০ জন ছাত্র ( ৫০.৭১ শতাংশ) ছাত্রী ১ লাখ ২১ হাজার ৬৫৮ জন (৪৯.২৯ শতাংশ)।