এসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি থেকে
প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৬, ১৬:৫৭
আগামী বছরের ২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির আহ্বায়ক তপন কুমার সরকার জানিয়েছেন, বেশ কয়েক বছর থেকে ১ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হলেও ওইদিন শিক্ষা প্রতিষ্ঠানে স্বরস্বতী পূজার ছুটি থাকায় ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।
তিনি আরও বলেন, ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২ মার্চ পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা হবে। ৪ মার্চ সঙ্গীত বিষয়ের এবং ৫ থেকে ১৬ মার্চের মধ্যে অন্য বিষয়ের ব্যবহারির পরীক্ষা নেওয়া হবে।
বুধবার(১৭ নভেম্বর) এসএসসি ও সমমানের পরীক্ষার সূচিও প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।
সূচি অনুযায়ী, গত বছরের মতো এবারও মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা।
নির্দেশনায় বলা হয়, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।