ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে রাবিতে মানববন্ধন
প্রকাশ | ১৮ মে ২০১৭, ০১:২৬
দেশব্যাপী যৌন হয়রানি, ধর্ষণ ও শিশু নির্যাতনসহ সকল প্রকার সামাজিক অপকর্মের প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন রাজশাহী শাখা।
১৭ মে (বুধবার) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনের সামনে এ মাবনবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বলেন, সম্প্রতি দেশে শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ হচ্ছে। দেশে এসব সামাজিক অপকর্মের ঘটনা ঘটছে। এসব অপ্রীতিকর ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক কাজী রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘সারা বিশ্বে নারী-শিশু নির্যাতন ভয়ানক আকার ধারণ করছে। এটা শুধু আমাদের সমস্যা না, এটা পুরো বিশ্বের সমস্যা। কেবল সামাজিক আন্দোলনই পারে এসব অপকর্ম রুখে দিতে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে নারী-শিশুদের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিতে।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন বলেন, এসবের বিরুদ্ধে আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রীয়ভাবে রুখে দাঁড়াতে হবে।
ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নুরুল্লাহ, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ। এছাড়া মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।