মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু সোমবার
প্রকাশ | ১৬ এপ্রিল ২০১৭, ১৭:০৪
অনলাইন ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) মাস্টার্স শেষ পর্বের (শুধুমাত্র নিয়মিত) পরীক্ষা শুরু হচ্ছে ১৭ এপ্রিল (সোমবার)।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ এপ্রিল (রবিবার) এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সারাদেশের ১৩০টি কলেজের ১০৫টি কেন্দ্রে পরীক্ষা হবে। ৩০টি বিষয়ে মোট এক লাখ ২৮ হাজার ৩৪১ জন পরীক্ষা দেবে।
এজন্য যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ঠ কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।