স্থগিত মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১৭ এপ্রিল
প্রকাশ | ০৩ এপ্রিল ২০১৭, ০০:২৬
অনলাইন ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের স্থগিত পরীক্ষা আগামি ১৭ এপ্রিল (সোমবার) শুরু হতে যাচ্ছে।
২ এপ্রিল (রবিবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, পরীক্ষা ১৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ জুন পর্যন্ত চলবে। তবে ১৭ এপ্রিল (সোমবার) থেকে ২৪ মে (সোমবার) পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষাগুলো দুপুর ২টা থেকে শুরু হবে এবং রমজান মাসের জন্য ২৭ মে (বৃহস্পতিবার) থেকে ১৩ জুন (মঙ্গলবার) পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষাগুলো সকাল ৯টা থেকে শুরু হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd এ পাওয়া যাবে।