যৌন হয়রানির দায়ে চাকরিচ্যুত ঢাবি শিক্ষক
প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩০
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগের তদন্তে সত্যতা মেলার পর সাময়িকভাবে বাধ্যতামূলক ছুটিতে থাকার পর এবার চূড়ান্তভাবে চাকরি হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাহাদাৎ হোসেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, ২৭ ফেব্রুয়ারি (সোমবার) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বছরের ২৭ জুন ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বিভাগীয় চেয়ারম্যান ও উপাচার্য বরাবর অভিযোগ করেন একই বিভাগের প্রাক্তন দুই ছাত্রী। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করলে কমিটির প্রতিবেদনের সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে চাকরিচ্যুতের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানিয়েছিলেন, গত বছরের ২৭ জুন সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্রী অধ্যাপক সাহাদাতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। তখন ওই অধ্যাপককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতনবিরোধী সেলকে।
অভিযোগ অস্বীকার করে তখন অধ্যাপক সাহাদাৎ হোসেন জানান, আমার প্রফেশনাল অর্জনে অনেকেই ঈর্ষান্বিত। এ কারণে বিভাগ থেকে পাস করে যাওয়া প্রাক্তন দুই শিক্ষার্থীকে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।