দুর্ঘটনায় ছাত্রী আহতের ঘটনায় ভিসি’র বাসভবন ঘেরাও
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৫
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় ছাত্রী সুপর্ণা মজুমদার গুরুতর আহত হওয়ার ঘটনায় ৫ দফা দাবিতে ভিসি’র বাসভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।
২০ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর দেড়টায় আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি’র বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে।
এর আগে সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কে টায়ার জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে অবরোধ করে। খবর পেয়ে পুলিশ বেলা ১১টায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে অবরোধ তুলে দেয়।
পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ৫ দফা দাবিতে বিক্ষোভ করে ও অবস্থান ধর্মঘট পালন করেন।
দাবিগুলো হলো, আহত শিক্ষার্থী সুপর্ণার চিকিৎসার দায়ভার গ্রহণ, বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থা, তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা, চালককে স্থায়ী বহিষ্কারাদেশ ও বিচার এবং বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে গতিরোধক নির্মাণ।