স্কুলে যাবে সন্তান, উপবৃত্তি পাবেন মা
প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২২
প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে এমন এক কোটি ৩০ লাখ শিশুর মাকে উপবৃত্তি দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম-আল-হোসেন। আগামী ১ মার্চ এ কর্মসূচির প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
শুক্রবার মাগুরা সদরের রাউতড়া হৃদয়নাথ স্কুল ও কলেজে এক সমাবেশে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, শিশুদের প্রথম শিক্ষক হচ্ছেন মা। প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতির ভিত্তি। এই ভিত্তি সুদৃঢ় করতে মা ও শিক্ষকরা সঠিক ভূমিকা পালন করতে পারলেই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে প্রধান শিক্ষক ও মা সমাবেশ’ -এ আকরাম-আল- হোসেন বলেন, "মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই উপবৃত্তির টাকা মায়েদের কাছে পৌঁছে যাবে"।
বিদ্যালয়ে সকল শিশু-কিশোর এর উপস্থিতি নিশ্চিত করতে সরকার এই কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, এছাড়া সারা দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার শ্রেণিকক্ষ নির্মাণ করা হবে।