শাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৪

অনলাইন ডেস্ক

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সহ-সভাপতি অঞ্জন রায় সমর্থকদের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি করা হয়েছে- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে।

অন্য আসামিরা হলেন- পরিবেশ সম্পাদক খলিলুর রহমান, উপ ধর্ম-সম্পাদক আরিফ হোসাইন কেনেডি, আশরাফ আদনান, সদস্য নুরুল আমিন, শফিকুল ইসলাম, এমদাদ রহমান ও শাহরিয়ার ইসলাম।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন সভাপতি পার্থ সমর্থক ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক জাকির খান।

এর আগে, বুধবার (০১ ফেব্রুয়ারি) সংঘর্ষের ঘটনায় সহ-সভাপতি অঞ্জন রায় সমর্থক শাহরিয়ার ইসলাম মামলা দায়ের করেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন মামলা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।