মায়েদের পা ধুয়ে দিল শিক্ষার্থীরা
প্রকাশ | ৩০ জানুয়ারি ২০১৭, ১৯:০৫
সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী মায়েদের পা ধুয়ে ও নিজ হাতে খাবার খাইয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।
সোমবার সকালে (৩০ জানুয়ারি) কলেজের সবুজ চত্বরে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ আমির আলীর আজাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হন হাজার খানেক শিক্ষার্থী ও তাদের মায়েরা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের মায়ের পা ধুয়ে-মুছে দেয়। এরপর নিজেদের হাতে মাকে সিংগাড়া ও সমুচা খাইয়ে দেয় তারা। জীবনে কখনো মায়ের অমর্যাদা করবে না বলে এসময় অঙ্গীকার করে তারা।
এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ ড.আমির আলী আজাদ, সহকারি প্রধান শিক্ষক ফরিদা বানু, শিক্ষক আ ত ম রেজাউল করিম, আবুল কালাম আজাদ, সাংবাদিক এম আর আলম ঝন্টু, সৈয়দপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো.আমিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ প্রতিষ্ঠানের শিক্ষক ইসমত জেরিন।