সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে কচুয়ার মেয়েরা
প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৭, ১৭:৩৫
সব বাধাকে উপেক্ষা করে সাইকেলে চড়ে স্কুলে যাচ্ছে প্রত্যন্ত এলাকা চাঁদপুরের কচুয়ার মেয়েরা। মেয়েদের এই সাইকেলে স্কুলে যাওয়াকে স্বাগত জানাচ্ছেন স্থানীয়রাও।
নারীশিক্ষার হার শতভাগে নেওয়ার লক্ষ্যে কচুয়ার স্কুলশিক্ষার্থীদের বিনামূল্যে সাইকেল দেওয়ার এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এরই মধ্যে উপজেলার ৩৯টি উচ্চ বিদ্যালয়ের ৩০০ গরিব মেধাবী ছাত্রীর যাতায়াতে সুবিধার জন্য তার ব্যক্তিগত উদ্যোগে সাইকেল দেওয়া হয়েছে।
এই ব্যাপারে মহীউদ্দীন খান বলেন, সরকার শিক্ষার উপর জোর দিচ্ছে। যে দেশ যত বেশি শিক্ষিত, সে দেশ তত বেশি উন্নত। আমি কচুয়া উপজেলার শিক্ষার হার শতভাগ করতে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। দরিদ্র পরিবারের ছাত্রীদের যাতায়াতে সুবিধার জন্য সাইকেল দেওয়ার পাশাপাশি বৃত্তির ব্যবস্থাও করা হচ্ছে। কেউ যেন টাকার অভাবে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেজন্য বিভিন্ন ফাউন্ডেশন থেকে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে"।
এই উদ্যোগের সুফল যে পাওয়া যাচ্ছে তা জানা গেলো স্থানীয় স্কুল শিক্ষকদের কাছ থেকেই।
সাচার বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বটুকৃষ্ণ বসু বলেন, "যেসব ছাত্রী সাইকেল পেয়েছে, তারা নিয়মিত স্কুলে আসছে"।
মাঝিগাছা এম এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বলেন, "ছাত্রীদের আগ্রহ বৃদ্ধির জন্য এমপি সাহেব ব্যক্তিগতভাবে যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যি প্রশংসনীয়। উদ্যোগটি বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের অনেক বেশি আগ্রহী করে তুলেছে"।
তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাত আরা বলেন, "আমার বাড়ি বিতারা এলাকায়। বাড়ি থেকে হেঁটে স্কুলে আসতে আগে ৩০ মিনিট সময় লাগতো। এখন এমপি সাহেব সাইকেল দেয়ায় অল্প সময়ে স্কুলে পৌঁছাতে পারছি। ছুটি শেষে দ্রুত বাড়িও ফিরতে পারি"।