সমাপনীতে এবার এগিয়ে মেয়েরা

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০১৬, ১৪:১০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬, ২২:৫৩

অনলাইন ডেস্ক

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী এবং জেএসসি-জেডিসিতে এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা এগিয়ে আছে। 

ছাত্রীদের এই ফলাফল প্রত্যাশিত ছিল মন্তব্য করে গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলছেন, মেয়েদের ভালো করার প্রবণতা আগে থেকেই লক্ষ্য করা গেছে, এবার তা আরও দৃশ্যমান হয়েছে।

আর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান আশা করছেন, পঞ্চম ও অষ্টমের সমাপনীতে ছাত্রীদের এই জয়জয়কর সাফল্যের ধারাবাহিকতা থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও।

অষ্টমের সমাপনী, অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ জন অংশ নেয়। তাদের মধ্যে ৫৩.২৭ শতাংশ ছিল ছাত্রী, আর ৪৬.৭২ শতাংশ ছাত্র।

জেএসসি-জেডিসিতে এবার পাস করেছে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন; পাসের হার ৯৩.০৬ শতাংশ।

পাস করা শিক্ষার্থীদের ৫৩.৩৪ শতাংশ ছাত্রী, আর ছাত্র ৪৬.৬৫ শতাংশ।

শুধু পাসের হার নয়, জিপিএ-৫ প্রাপ্তিতেও ছাত্রদের পেছনে ফেলেছে অষ্টমের ছাত্রীরা।

জেএসসি-জেডিসিতে এবার ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের ৫৭.০৪ শতাংশ ছাত্রী, আর ছাত্র ৪২.৯৫ শতাংশ।

প্রাথমিক সমাপনীতে এবার ২৮ লাখ ৩০ হাজার ৭৩৪ জন অংশ নিয়েছির। আর ইবতেদায়ীতে ২ লাখ ৫৭ হাজার ৫০০ ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। সব মিলিয়ে পঞ্চমের সমাপনীতে  ৩০ লাখ ৮৮ হাজার ২৩৪ জন পরীক্ষার্থী ছিল।

প্রাথমিক ও ইবতেদায়ীর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৫৩.৯৮ শতাংশ; আর ৪৬.০১ শতাংশ ছাত্র।

দুই ভাগ মিলিয়ে পঞ্চমের সমাপনীতে মোট পাস করেছে ৩০ লাখ ৩৫ হাজার ২৫০ জন; পাসের হার ৯৮.২৮ শতাংশ।

উত্তীর্ণ এই শিক্ষার্থীদের মধ্যে ৫৪.০২ শতাংশ ছাত্রী, ৪৫.৯৭ শতাংশ ছাত্র।

প্রাথমিকে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন এবং ইবতেদায়ীতে ৫ হাজার ৯৪৮ জন মিলিয়ে পঞ্চমের মোট ২ লাখ ৮৭ হাজার ৮৪৬ জন পূর্ণ জিপিএ পেয়েছে।

এখানেও এগিয়ে আছে মেয়েরা। কৃতি এই শিক্ষার্থীদের মধ্যে ৫৪.৪১ শতাংশ ছাত্রী, আর ছাত্র ৪৫.৫৮ শতাংশ।