ঢাবিতে নতুন বিভাগের যাত্রা শুরু
প্রকাশ | ২৪ ডিসেম্বর ২০১৬, ০১:৫১
ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ নামে নতুন একটি বিভাগের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে বিশ্ববিদ্যালয় কলাভবন পরীক্ষা কেন্দ্রে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ মাস্টার্স ১ম ব্যাচের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামান, বিভাগের চেয়ারম্যান ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ড. সুধাংশু শেখর রায়সহ সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।