বিশ্বের সবচেয়ে ভয়ানক স্কুল!
প্রকাশ | ২৭ অক্টোবর ২০১৬, ১৮:০১ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৬, ০১:৩৫
স্কুলটি পাহাড়ের ওপর অবস্থিত। তাই রোজই ৮০০ মিটার বা আধা মাইল পাহাড় বেয়ে ওঠতে হয় স্কুলটিতে আসতে হলে। একদম খাড়া পাহাড়টি। শিশুদের জন্য বেশ বিপজ্জনক সেটি। স্কুলটিতে উঠার জন্য আছে একটি মই। কিন্তু সেই মইটাও নড়বড়ে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এতসব চিন্তা করার সময় নেই কারও। প্রতিদিনই সেই নড়বড়ে মই বেয়ে রোজ স্কুলে আসছে শিক্ষার্থীরা।
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশে সিচুয়ানের অতুল গ্রামে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এই স্কুলটি।
যাতায়াত ব্যবস্থা দুর্গম হওয়ায় এ গ্রামটি পাশ্ববর্তী এলাকা থেকে বিচ্ছিন্ন। সম্প্রতি একটি স্টিলের মই নির্মাণ করা হচ্ছে সেখানে পাহাড় বেয়ে ওঠার জন্য।
মইটির নির্মাণ করা শুরু হয় আগস্টে। এতে ব্যয় ধরা হয়েছে দেড় লাখ ডলার। নভেম্বরের প্রথম দিকে মইটির নির্মাণ কাজ শেষ হবে।