জাবি শিক্ষককে দেখে নেয়ার হুমকি

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৬, ২২:১০

অনলাইন ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জেবউননেছা জেবাকে ফেসবুকে একটি ফেক আইডি থেকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রিতা নাহার নামে একটি ফেক আইডি থেকে এ হুমকি দেওয়া হয়।

এ ঘটনার পর বুধবার (১৯ অক্টোবর) জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর লিখিত আবেদন করেন অধ্যাপক জেবউননেছা। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি সাধরণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর ১৩০৮।

হুমকির বিষয়ে সহযোগী অধ্যাপক জেবউননেছা বলেন, "মঙ্গলবার রিতা নাহার নামে একটি ফেসবুক আইডি থেকে আমাকে দেখে নেওয়া হুমকি দেওয়া হয়। সব সময় আমি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একটি মহল আমার পেছনে লেগেছে। তবে আমি আমার জায়গা থেকে বিন্দুমাত্রও সরে দাঁড়াবো না"।

তিনি বলেন, "কারা এ ঘটনায় জড়িত তা আমি কিছুটা উপলব্ধি করতে পেরেছি। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও অবহিত করেছি"।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। তারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন।