এক নির্বাচনেই ১৫ বছর পার!
প্রকাশ | ০৬ অক্টোবর ২০১৬, ১৮:২৯
নিয়মানুযায়ী তিন বছর পর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট নির্বাচন দেওয়ার কথা। কিন্তু বিগত ১৫ বছর ধরে একই কমিটি দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট।
বিভিন্ন সময় সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে তোলা দাবিও আমলে নেয়নি কর্তৃপক্ষ।
১৯৯৮ সালে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হয় ২০০১ সালের পহেলা জুন। ওই নির্বাচনের আগে তালিকা হালনাগাদ করা হয়েছিলো, পরবর্তীতে কয়েকবার রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটদের তালিকা হালনাগাদ করার চেষ্টা করে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত জুন মাসে সিনেট অধিবেশনে এ বিষয় নিয়ে মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটরাই ক্ষোভ প্রকাশ করেন এবং পদে থাকতে চান না- বিশ্ববিদ্যালয় উপাচার্যকে জানান।
এর প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম দ্রুত নির্বাচন দেওয়ার ঘোষণা দিলেও এ সিদ্ধান্ত বাস্তবায়নের কোনো আলামত দেখা যায়নি।