জাতিকে আলোর পথে এনেছি : প্রধানমন্ত্রী

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৭ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৭

অনলাইন ডেস্ক

শিক্ষার মাধ্যমে আমরা জাতিকে অন্ধকার থেকে আলোর পথে এনেছি। শিক্ষা হলো আমাদের ছেলে-মেয়েদের অধিকার, আর তা নিশ্চিত করা যেকোনো সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বক্তব্যকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এবারের আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের স্লোগান ‘অতীতকে জানবো, আগামীকে গড়বো’।   

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সোনার বাংলা গড়ার কারিগর শিক্ষকরাই। আর সোনার মানুষ হতে হলে শিক্ষার্থীদের পড়াশোনা করতে হবে। 

ছেলেমেয়েদের জন্য বাবা-মাকে এখন আর কষ্ট করে বই কিনতে হয় না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ২০১০ সালে আমরা অত্যন্ত বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী শিক্ষানীতি ঘোষণা করেছি। জাতির জনক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে যাচ্ছি। প্রায় এক কোটি ২৮ লাখ শিক্ষার্থী সেখান থেকে বৃত্তি পাচ্ছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিল থেকেও বৃত্তি দিয়ে আমরা অভিভাবকদের ভার লাঘব করছি।

ডিজিটাল বাংলাদেশ গড়েছি, মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হচ্ছে। এখন ঝরেপড়ার হার মাত্র ২০ শতাংশ, যা আরও নামিয়ে আনা হবে।