রিশার খুনিকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল উইলস লিটল

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৬, ১৩:০৮ | আপডেট: ২৯ আগস্ট ২০১৬, ১৮:৫৮

অনলাইন ডেস্ক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার খুনি ওবায়দুল খানকে গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল।

সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টায় প্রতিষ্ঠানটির ক্যম্পাসে বিক্ষোভ-মিছিল করে শিক্ষার্থীরা।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান সাংবাদিকদের জানান, রিশার খুনি ওবায়দুল খানকে গ্রেপ্তারের দাবিতে স্কুলের মধ্যেই বিক্ষোভ করে শিক্ষার্থীরা। 

প্রতিষ্ঠানটির গণিতের শিক্ষক মো. ইকবাল বলেন, রিশার মৃত্যুতে স্কুলের মধ্যে শোক দিবস ও দোয়া মাহফিল পালন করা হচ্ছে। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকার কথা রয়েছে।

বুধবার (২৪ আগস্ট) দুপুর ২টায় স্কুল থেকে বাসায় ফেরার পথে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে ফুটওভার ব্রিজের ওপরে এক বখাটের ছুরিকাঘাতের শিকার হয় রিশা। গুরুতর আহত অবস্থায় তার সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

চারদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর রবিবার (২৮ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।