জবিতে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট

প্রকাশ | ২২ আগস্ট ২০১৬, ১৬:৫৩

অনলাইন ডেস্ক

দুদিনের ধর্মঘটের পর হল নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা পেয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টায় কয়েক হাজার ছাত্র-ছাত্রী মিছিল নিয়ে বাঁধা ঠেলে বংশাল মোড়ে পৌঁছালে তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়ে পুলিশ। মিছিলে লাঠিপেটা করা হয় বলেও শিক্ষার্থীদের অভিযোগ।

বেলা ২টায় আন্দোলনকারীদের পক্ষে রাশেদুল ইসলাম, রাইসুল ইসলাম নয়ন ও সফিকুল ইসলাম এক বিবৃতি দিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন।

রাইসুল ইসলাম নয়ন সাংবাদিকদের বলেন, পুলিশের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আগামীকাল ২৩ আগস্ট (মঙ্গলবার) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করা হবে।

প্রধানমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান শিক্ষার্থী।