আফসানা হত্যা: বুধবার ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৬, ২১:১৬ | আপডেট: ১৬ আগস্ট ২০১৬, ২১:২১

অনলাইন ডেস্ক

৩দিন নিখোঁজ থাকার পর ছাত্র ইউনিয়ন কর্মী আফসানা ফেরদৌস (২৪) এর লাশ পাওয়া যাওয়ার ঘটনায় ১৭ আগস্ট, বুধবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। 

ছাত্র ইউনিয়ন এর কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তার জানান, মিরপুরের সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির স্থাপত্য বিদ্যার শেষ বর্ষের ছাত্রী ও ছাত্র ইউনিয়ন কর্মী আফসানার রহস্যজনক মৃত্যুর পর তার হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছে ছাত্র ইউনিয়ন। এই দাবিতে বুধবার বিকেল ৪টায় শাহবাগে বিক্ষোভ করবে ছাত্র ইউনিয়ন।

উল্লেখ্য, ৩দিন নিখোঁজ থাকার পর মিরপুরের সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির স্থাপত্য বিদ্যার শেষ বর্ষের ছাত্রী ও ছাত্র ইউনিয়ন কর্মী আফসানা ফেরদৌস (২৪) এর লাশ পাওয়া গেছে। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। 

যারা লাশ দেখেছে, প্রাথমিকভাবে তাদের ধারণা আফসানাকে ধর্ষণের পর রশির মতো কোন কিছু দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ধর্ষণে একাধিক ব্যাক্তি জড়িতও থাকতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন।