শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ১১:১০

অনলাইন ডেস্ক

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি প্রতিরোধে জরুরি ভিত্তিতে পাঁচ সদস্যের একটি করে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার।

গত ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেয়া হয়।

ওই নির্দেশনায় বলা হয়েছে, হাই কোর্টের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন অফিস ও দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশনা দেয়। সেই সাথে কমিটি গঠন করে তা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করতেও বলা হয়েছে। 

উল্লেখ্য, ফেনীর সোনাগাজীতে যৌন হয়রানির মামলা তুলে না নেয়ায় মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার পর ব্যাপক আলোচনার মধ্যে এ নির্দেশনা দিলো সরকার।