নুসরাত হত্যার প্রতিবাদে বাকৃবিতে মিছিল-সমাবেশ
প্রকাশ | ১২ এপ্রিল ২০১৯, ১৩:০২
ফেনীর সোনাগাজীতে যৌন নিপীড়নের প্রতিবাদ করায় মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও সকল নারীর জন্য নিরাপদ সমাজের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদ।
১১ এপ্রিল (বৃহস্পতিবার) মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কামাল রণজিৎ মার্কেটে এসে সমাবেশ করে।
সমাবেশ থেকে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই আজ ধর্ষকরা নির্ভীক। ধর্ষণ ঠেকাতে বাংলাদেশে ঘটে যাওয়া সকল ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তারা। ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে অব্যাহত আন্দোলনের ঘোষণাও দেন বক্তারা।
সভাপতি ধ্রুবজ্যোতী সিংহের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আরিফ রায়হান।